আজকাল ওয়েবডেস্ক: আচমকাই ভরা রাস্তায় বয়ে যাচ্ছে রক্তের মতো থকথকে লাল রঙের স্রোত। একনজরে দেখলে রক্তবন্যাই মনে হবে। ভর সন্ধ্যায় যা দেখেই আঁতকে ওঠেন পথচলতি সাধারণ মানুষ। আতঙ্কে, ভয়ে রীতিমতো ছোটাছুটি করতে শুরু করেন সকলে। ব্যস্ত রাস্তায় রক্তের মতো স্রোত বয়ে যাওয়ায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল হায়দরাবাদে। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে হায়দরাবাদের ভেঙ্কটাদ্রি এলাকায়। ভর সন্ধ্যায় ওই শহরেই বয়ে যায় রক্তের মতো দেখতে লাল রঙের তরলের স্রোত। যা দেখেই সকলের মনে হয়, কাউকে সম্ভবত খুন করা হয়েছে। আতঙ্কে পালিয়ে বাঁচতে ছোটাছুটি শুরু করেন স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় পুরসভাতেও। 

কিছুক্ষণেই ঘটনাস্থলে পৌঁছয় পুরসভার আধিকারিকরা। দেখা যায়, শহরের ম্যানহোল থেকে গলগল করে বের হচ্ছে লাল রঙের তরল পদার্থ। সেই লাল রঙের তরল পদার্থ বয়ে যায় রাস্তায়। সেই পদার্থ বের হতেই উগ্র গন্ধে ছেয়ে যায় গোটা এলাকা। দুর্গন্ধে দরজা, জানলা বন্ধ করে দেন স্থানীয়রা। 

তদন্তে দেখা যায়, লাল রঙের ওই তরল পদার্থ রাসায়নিক কারখানা থেকে নির্গত হয়েছে। পরে সেটি ম্যানহোল থেকে বেরিয়ে রাস্তায় উপচে পড়ে। রাসায়নিক কারখানার লাল রঙের তরল, বর্জ্য পদার্থের গন্ধ চারপাশে ছড়িয়ে পড়ে। ইতিমধ্যেই ওই কারখানায় গিয়ে জানিয়েছেন পুরসভার আধিকারিকরা। রাস্তাটি পরিষ্কারের কাজ শুরু হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, উগ্র গন্ধের কারণে সকলের শ্বাস নিতে অসুবিধা হয় সেই সময়। শ্বাসকষ্টের সমস্যা দেখা দেয় বয়স্ক মানুষদের।